তারুণ্যের বিশ্লেষক- ডাক্তার রীতা ওঝা এর ভাবনায় অসাধারণ লেখা “প্রতি নিয়ত যুদ্ধ চলছে শত্রু বিনাশের”

640
ডাক্তার রীতা ওঝা এর ভাবনায় অসাধারণ লেখা “প্রতি নিয়ত যুদ্ধ চলছে শত্রু বিনাশের”

প্রতি নিয়ত যুদ্ধ চলছে শত্রু বিনাশের——-

                                                                        রীতা ওঝা

প্রতিদিন আমরা যুদ্ধ করেই যাচ্ছি। এই সময়টা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। সবাই যুদ্ধ করে সাধারণত মৌলিক চাহিদা মেটানোর জন্য। আর চাহিদা নির্ভর করে প্রতিটি মানুষের মন মানসিকতার উপর। কখনো যুদ্ধ চলে প্রকৃতির সাথে , ষড়ঋতুর সাথে।
প্রকৃতির যুদ্ধ চলছে সৃষ্টির শুরু থেকে আর এটা চলতে থাকবে। পরিবর্তন ই সৃষ্টির নিয়ম। পরিবর্তনে দুঃখ আনে না কিন্তু পীড়া থাকে সবসময়। তবুও আমাদের হাসিমুখে মেনে নিতে হয়। কিন্তু সবশেষে জয় হয় আনন্দের।
অন্যদিকে ষড়ঋতুর শত্রু বিনাশ করতে ইন্দ্রিয়সমূহ নিয়ন্ত্রণ করে মনের কথাকে শ্রেষ্ঠ ধরে সর্বশ্রেষ্ঠ বুদ্ধি প্রয়োগ করে চলতে হয়। আমরা জানি ভিজা কাঠ থেকে ধোঁয়া সৃষ্টি করে আগুনের শিখা নয়। তেমনি আমাদের অবহেলা নয় এই সময়ে কর্তব্য আর নিষ্ঠার সাথে নিয়ম মেনে চলতে হবে শত্রু বিনাশের জন্য। উদীয়মান সূর্য যেমন আকাশকে উজ্জ্বল করে তেমন সময় ও সংযম আমদের সুন্দর ধরণী উপহার দেবে।

লেখকঃ – প্রভাষক ,ফিজিওলজি ও বায়োকেমিষ্ট্রী ডিপার্টমেন্ট , ঢাকা ডেন্টাল কলেজ, মিরপুর,ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here