কবি-মিনহাজ সাদ্দাম এর অনন্য সৃষ্টি কবিতা“ভাইরাস করোনা ”

320
কবি-মিনহাজ সাদ্দাম এর অনন্য সৃষ্টি কবিতা “ভাইরাস করোনা ”

ভাইরাস করোনা …………

        মিনহাজ সাদ্দাম।

পৃথিবী আজ সুস্থ নয়
ভাইরাস করোনায় থমকে জীবন,
তবুও চলছে যুদ্ধ সবার
আবারও গড়তে রঙ্গিন ভূবন।

ঘরে থাকো সুস্থ থাকো
এভাবেই হোক প্রতিবাদ,
তাহলেই আসবে নতুন দিন
নতুন এক প্রভাত।

বন্দো ঘরে যাবে আলোর মিছিল
যদি একটু থাকি সচেতন
ঘুমের ঘোরে দেখা স্বপ্ন গুলো
পূন্যতা পাবে তখন।

খামখেয়ালি পানায় বিপদ সবার
শুধু নিজেকেই ভেবো না
তোমার সাথে জড়িয়ে অন্য সবাই
কারোর বিপদের কারণ হই ও না।

মাস্ক পড়ে হাত ধুয়ে সুরক্ষিত থাকো
এরিয়ে চলো লোকসমাগম,
জীবনের মূল্যই না বোঝ যদি
করোনাই হবে তোমার যম।

সামাজিক দূরত্ব বজায় রেখে
প্রতিদিন চলি যেন পথ
তাহলেই থাকবো সুস্থ সবাই
ঘুচে যাবে সকল বিপদ।

ঝালকাঠি সদর, ঝালকাঠি।
(বিঃদ্রঃ- সর্বস্বত্ব সংরক্ষিত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here