মে এসে গেছে
———-আরশ মালিথা
শাণিত অস্ত্রে যারা পাহাড় ভেঙ্গেছে
তাদের বলছি,
মে এসে গেছে!
সভ্যতাকে যারা তুলে এনেছে শ্রমে আর ঘামে-
তাদের বলছি,
মে এসে গেছে!
শিকাগোর হে’ মার্কেটের শহীদ শ্রমিকদের বলছি-
মে এসে গেছে!
শ্রমিকের ঘামে,কৃষকের পরিশ্রমে যে নতুন পৃথিবী এসেছে,
তোমাকে বলছি –
মে এসে গেছে!
যাদের পেট আজ পিঠে ঠেকে গেছে,
তাদের বলছি-
মে এসে গেছে!
পুঁজিবাদের লকলকে লোভে –
যারা পৃষ্ঠ হতো,
যাদের মুখে ভাত আসে –
ঐ সকল পুঁজিপতিদের কুকুর পুঁষে,
তাদের বলছি –
মে এসে গেছে!
আকাশ বাতাস ধ্বনিতো করে –
প্রগতির পতাকা পতপত করে উড়ছে!
আর চেয়ে দেখো পুঁজিবাদের শিকড় উপড়ে যাচ্ছে একে একে শ্লোগানে মিছিলে।
হাতুড়ির আঘাতে প্রজ্জ্বলিত আগুন!
কাস্তে কেটে নিচ্ছে পুঁজিপতিদের মাথা।
দিগন্তের অস্তমিত সূর্যটা হয়তো আজ ডুবে যাবে।
কাল দিগুন তেজ নিয়ে পুবের আকাশে উঠবেই।
কালো হাতগুলো নতুন নিশান ওড়াবে,
আর চিৎকার করে বলবে-
হ্যাঁ, মে এসে গেছে।