সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি—ছন্দা দাশ এর কবিতা “শেষ বলে কিছু নেই ” নভেম্বর ৮, ২০১৯ 351 Share on Facebook Tweet on Twitter কবি—ছন্দা দাশ শেষ বলে কিছু নেই ছন্দা দাশ। সবকথা শেষ নয় তারও পরে কিছু থাকে অলক্ষ্যে, অগোচরে। তোমারও প্রতিশ্রুতি শেষে কিছু ছিল–বুঝিনি আগে। তুমি এলে দৃঢ় প্রত্যয়ে বিশ্বাসের অঙ্গীকারে। দেখেছি সবশেষে তারও পরে কিছু আছে লোনা জলে।