করোনার ক্রান্তিলগ্নে অবিনাশী মর্ম স্পর্শী কবিতা “অসংযত সময়”লিখেছেন কলমযোদ্ধা কবি_অর্ণব আশিক ।

456
কলমযোদ্ধা কবি__অর্ণব আশিক ।

অসংযত সময়

               অর্ণব আশিক

চারদিকে করোনার ভয়, কেঁপে যাচ্ছে পৃথিবী
কেঁপে যাচ্ছে গরীব মধ্যবিত্ত এমন কি ধনিও
কেউ নেই দু’হাতে সরিয়ে দিতে মার্কসের আগুন,ধনতন্ত্রের সবুজ প্রান্তর, আজ সব এক।

নির্বাচনও সরে গেছে, মাঠে নেই খেলোয়ার
শূন্য স্টেডিয়ামে হাসপাতাল, করোনার রুগী
নির্বাচিত মানুষ সৃষ্টিকর্তা খোঁজে
সন্ধ্যার বিবর্ণতা নিয়ে
কোথাও কেউ নেই, কিছু নেই, আলো আছে
তবু আলো নেই মানুষের কাছে।

জীবনের কর্মঠ মানুষ ঘর বন্দি, কেরানীগিরি অবসর তাকেও আজ ঈর্ষা করে রাষ্ট্রের জিম্বায়
নিয়মের মার-প্যাঁচে রাস্তায় চলা নিষেধ
সহায় সম্বলহীন শ্রমিক রাস্তায় মার খায়
বরাবর যেভাবে মারখেতো মিথ্যে গণতান্ত্রিক পন্থায়
বিশ্বাস ঘাতক সময় অন্ধকারে নড়ে ওঠে
বীভৎস দক্ষিণায়, দেয়ালে পিঠ রেখে
খোঁজে ঔষধ, হাত ধোয়ার পানি, একমুঠো ভাত
শোনে ঘরে ফেরার গান, জীবনের টান
জীবনে ফিরবে বলেই রাস্তা অগাধ
ফেলে সংগত পা
খোঁজে অবশিষ্ট কী আছে তার মুঠোয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here