“বিরহী বসন্ত-বাহার ”ফাল্গুনের সেরা থেকে বিমূর্ত সময়ের মোমবাতি কবিতা । লিখেছেন কলমযোদ্ধা-* মারজ্বানূল বাহার শিউলী।

827
কলমযোদ্ধা- মারজ্বানূল বাহার শিউলী।

বিরহী বসন্ত-বাহার

     ** মারজ্বানূল বাহার শিউলী ★★

বসন্তের চির সবুজ মনের মখমলী প্রেমের কোমল গালিচায়-
পলাশ-শিমুল ফুটেছে আজ বসন্ত-বাহারী রক্তিম লালিমায়–
সাথীর দরশনো লাগি বিরহী কোকিল গায় একান্তে নিরালায়–
ফেরারী বসন্তের আঁচ লাগে বিরহী মনের অপেক্ষার জানালায়–
অবুঝ আশারা স্বপ্ন আঁকে কৃষ্ণচূড়ার রঙে
রাতের কুয়াশায়–
তৃষিত হৃদয় মাগে অদৃশ্য সাথীর মায়বী পরশ অবেলায়–
প্রিয়েরে স্মরি তপ্ত বাসনা বেহাগসুরে কাঁদে বিনিদ্র বিছানায়–
নিদ্রাকুসুম সোহাগের বুকে কামনারা ঘুমায় স্বপ্নীল-অমরায়–!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here