ভারত থেকে কলমযোদ্ধা-সেক জাহেদ উল্লার উপলব্ধির কবিতা“হাউই”

252
সেক জাহেদ উল্লার উপলব্ধির কবিতা“হাউই”

হাউই
————– সেক জাহেদ উল্লা

কেউ জানে না , আমি জানি –
সব কথা ফুরিয়ে গেলে ,
কিছু কথা জমা থাকে-
একান্ত ই তোর কাছে ।
চোখ ধাঁধানো আলোর ভেতর –
প্রগাঢ় আঁধার , তাই এ চোখ –
খোঁজে আলোর ঠিকানা ।
শ্লথ পা ফিরে ফিরে আসে –
ফাঁকা সে তোর ই উঠোনে আবার ।
আঁধার কুটিরে আলোর বন্যা –
হন্য মন তবুও বসে না –
ভিখারির পাত্র হয়ে ঘোরে –
এ দোরে ও দোরে ।
থলে যদিবা ভরে, ভরে না তো মন –
প্রাপ্তির ছোঁয়ায় ও উচাটন ।
দোদুল্যমান আপন-পর জ্ঞান ,
মাটি ছাড়ি , ফিরে আসি –
হাউই হয়ে যাই মনে মনে ।
জানেনা সে এখনো ও খাঁটি –
মুক্ত আকাশ নাকি সিক্ত মাটি ,
কে তার প্রকৃত আপনজন ?

Content Protection by DMCA.com

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here