মানব সভ্যতার কবি-দিলু রোকিবা এর এই সংকটময় মুহূর্তে কবির গভীর উপলব্ধির বহিঃপ্রকাশ ভিন্নমাত্রার কবিতা“শিরোনামহীন-”

392
মানব সভ্যতার কবি- দিলু রোকিবা এর ভিন্নমাত্রার কবিতা “শিরোনামহীন-”

শিরোনামহীন—

 ________দিলু রোকিবা

আবার এলে কালো রঙে আঁকা ছবি হয়ে কি নিয়ে?
আমার জন্য নতুন লাল শাড়ি, রেশমি চুড়ি,বকুল ফুলের মালা এনেছো কি?
আরে এসব তো এখন আমার জন্য না —-
বৈধব্যের আঁচলে সজল চোখে ওরা যে বড্ড বেমানান আর কড়া লকডাউন!!
সব অপেক্ষা এবার ফিঁকে, আছি কখন কার ডাক আসবে?
যাবোনা আর ঐ শাহবাগের ও রমনার বটমূলে! কেউ রঙিন মুখোশ কি পড়েছে?
এক প্রতিবাদী করোনার বিষের পেয়ালা ঠোঁটের প্রতিকী রুপে-
জানি এসব কারো জন্য মঙ্গলময় না- না-না–
বাউল মন কেবল স্মৃতির পাতায় বারোয়ারি এক স্বপ্নেদেখা বিভোর হয়ে বেঁচে আছি তো•••
সেই সাত সকালে কোঁচর ভরে ফুল তুলে পান্তা ইলিশ, কাঁচা লঙ্কা,
শুকনো মরিচ কুচি, আলু ভর্তা,
আর সেই কলাবাগানের
মাটির সানকি কেউ সাজাইনি আজ!
খেলো সবাই সেহরীতে, ভর্তা ভাত—
কেউ বা শূন্য হাতে বৈশেখের গাছের নিচে—-

এই কালো ঘোরে এই বৈশাখি বলো- তো কি করে আসবে তুমি?
সারাক্ষণ এক আতঙ্কিত হচ্ছে সবাই, ইয়া নাফছি, ইয়া নাফছি–
এবার বিশের চেয়ে একুশেতে বিষগন্ধে ঘন
বাতাস মন পবনে ঘূর্ণি ওড়ছে বাঙ্গালীর ঘরে ঘরে–শুধু মৃত্যুর মিছিল–
কেউ আইসুলেশনে, নেই আই সিউ••••
কেউবা লাইভ সাপোর্টে!
এক কালো ঝড়ো হাওয়ার গগনচুম্বী কৃষকের ক্লান্ত চোখে নেমে এসছে
বিজলির ডঙ্কা নিয়ে চিরন্তনী বাঙালীর শয়নে-
স্বপনে সর্বত্র কড়া কর্পুরে ছেয়ে গ্যাছে শবের করুন আর্তি ও শোকে মুহ্যমান •••
বোশেখ তুমি এবার চলে যাও—
নতুন রুপে এসো সব মন্দ দূর করে—
কিছু ছন্দে কুসুমগন্ধী ফুল ফোঁটা কোনো এক গাঁয়ের বালিকার ভালবাসার গল্প কথন না !
শত বাঙালি রমণীর স্বপ্নভরা, পাখির নিড়ের মনমাতানো মায়ের হাতের শীতলপাখাও না—
রমজানের উছিলাতে ঐ আযানের সুরের সাথেই আমল আর ইবাদতেই হোক না পরিপূর্ণ ও শুদ্ধতায় এই পৃথিবী-!
আর শস্যখেতের হলদে মেঘলাছায়া বেদনভরা দুঃখ নিশি ভোরের কাব্য হয়েই চলে এসো এই
বোশেখেই কোনো শুভ বার্তা নিয়ে-
না হয় তুমি বিরহের একতারাটা বাজিয়ে অশ্রুজলের দাগ মুছিয়ে নতুন সুরে
এই বৈধব্যের বালির ছাদের নিচে মহান সৃষ্টিকর্তার রহমতের বর্ষণ ঢেলে দাও,হে রাহমানুর রাহিম•••

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here