কবি-নাসরিন জাহান মাধুরী এর এক অনন্য কবিতা “নির্বোধ”

710
নির্বোধ
কবি-নাসরিন জাহান মাধুরী

নির্বোধ

**         ** নাসরিন জাহান মাধুরী

হৃদয়ের গহনে কিছু দগ্ধ টেরাকোটা
ঠাঁই দাঁড়িয়ে পুড়াতে থাকে বিগত দিনে
পুড়ে যাওয়া বিকল হৃদয়ের বাকি অংশ গুলোকেও–
নিয়ন্ত্রণহীন রক্তকণিকা গুলোও বিদ্রোহে লিপ্ত তখন–
নিউরণের রিলে রেস ডোপামিনের অভাবে থেমে থেমে যায়..
আর এই অস্ফুট বেদনা থেকে মুক্তি খোঁজে দগ্ধ সেই হৃদয়–
হাতে নিয়ে কিছু স্লিপিং পিল বসে থাকে নির্বোধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here