স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন।বিজয় দিবস উপলক্ষে কবি—বাহারউদ্দিন আহম্মেদ শ্রাবণ এর এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “আজকের এই বিজয় ”

599
তারুণ্যের কবি -বাহার উদ্দিন আহম্মেদ শ্রাবণ

আজকের এই বিজয়

                  ✒বাহারউদ্দিন আহম্মেদ শ্রাবণ

(শেষ পাতার কবিতা গ্রুপে বিজয় দিবস এর প্রতিযোগিতায় সেরা কবি বাহারউদ্দিন আহম্মেদ শ্রাবণ )

এই বিজয়,
বায়ান্নোর ভাষা আন্দোলনের জন্যে,
শিক্ষিত সমাজ তথা সর্ব স্তরের মানুষের
মাতৃভাষা ভাষা রক্ষার্থে
বাংলার ভাষা আন্দোলনের নাম।

এই বিজয়,
রফিক,জাব্বার,শফিক সহ নানা মানুষের মহাত্যাগের মধ্যে দিয়ে দেশের ভাষা রক্ষার্থে
বলিদান।

এই বিজয়,
স্বাধীন ভাবে নিজেদের মায়ের ভাষায় কথা বলার নাম।

এই বিজয়,
ত্যাগের মধ্যে দিয়ে বন্দিশালা থেকে মুক্তির জয়গান।

এই বিজয়,
মা-বোনের ইজ্জতের সম্মান;
এই বিজয় তোমার আমার প্রিয় বাংলাদেশের নাম।

এই বিজয়,
আলবদর,আল সামস,পাক বাহিনীর মুখে লাত্থি মেরে দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে লিখা বাংলাদেশের নাম।
এই বিজয় তোমার আমার এক শান্তির নাম।

এই বিজয়
যাতাকলে পিষ্ট এক নির্যাতনের নাম,
এই বিজয় হাজারো বাঙ্গালীর স্বর্গ স্বপ্নের লালিত বিজয়ের নাম।

এই বিজয়,
বঙ্গবন্ধুর জালাময়ী ৭ ই মার্চের যাদুকরী ১৮ মিনিট কথার নাম।

এই বিজয়,
লাখো জনতার সমুদ্রের সামনে ভাষন দেওয়া,
“এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম”
এক তেজস্ক্রিয় স্লোগানের নাম।

এই বিজয়,
২৫ মার্চে বর্বরতার মধ্যে দিয়ে অতর্কিত গুলিবর্ষণে হাজারো মানুষকে শহিদ করা
অপারেশন সার্চলাইটের নাম।

এই বিজয়,
দীর্ঘ ২৩ বছরের নিমজ্জিত সূর্যের তেজস্ক্রিয়
উজ্জ্বল সূর্যের প্রথম সোনালী আলোর নাম।

এই বিজয়,
স্বাধীন একটা সার্বভৌমত্ব ভূমিতে স্বাধীন ভাবে বসবাস করার নাম।

এই বিজয়,
শত্রুদের আত্মসমর্পণের মধ্যে দিয়ে,
পৃথিবীর বুকে অঙ্কিত একটি মানচিত্রের নাম।

এই বিজয়,
সারা বাংলাদেশীদের উল্লাসীত এক নব দিগন্তের ১৬ই ডিসেম্বর ১৯৭১ স্বরণীয় করে রাখার নাম।

এই বিজয়,
১৬ কোটি ও তার অধীক মানুষের কন্ঠে গাওয়া;
“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি” রবিঠাকুরের অমৃত গান।

এই বিজয়,
আমাদের জন্যে রেখে যাওয়া লাল-সবুজের পতাকার নাম।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here