ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে“ইচ্ছে আমার”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা লকিতুল্লাহ মাহমুদ চিশতী

541
“ইচ্ছে আমার” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা লকিতুল্লাহ মাহমুদ চিশতী

ইচ্ছে আমার

      লকিতুল্লাহ মাহমুদ চিশতী

রিপুর তাড়না বাসনা ছেড়ে
মানুষ হবো সবাই ,
খোদার দিদার লাভ করবো
আমিত্ব করবো ছাই।

চোখের পলকে ঘুরবো মূলক
ঘুরবো ইচ্ছে মতো,
পাহাড় পর্বত হিমালয় চূড়া
খোদার আরশ যতো।

কাবা ঘরের ছাঁদেতে উঠবো
ধূলো বালি করবো সাফ,
হাজরে আসওয়াদ পাথর চুমাবো
এইতো মনের ভাব।

গড়াগড়ি করে চুমাবো পথ
মদিনার অলিগলি,
যেখানে নবীজ্বীর ছোঁয়া লেগেছে
রওজার ধুলোবালি।

ইয়া নবী সালাতুস সালাম
জানাবো রওজায় গিয়ে,
দরূদে রসূল পাঠ করবো
কপালের ছোঁয়া দিয়ে।

আসমানে গিয়ে নীল আনবো
বিলাবো সবার মাঝে,
সকলের মন হবে আসমানী
হাসি খুশি ভাল কাজে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here