“অনুগল্প” কবিতাটি লিখেছেন আয়েশা মুন্নি

554
“অনুগল্প” কবিতাটি লিখেছেন আয়েশা মুন্নি

অনুগল্প

              আয়েশা মুন্নি

দূর্বা ঘাসে বিছানো নদীর পাড়- মেঠো পথ
এখানে বন্ধুর পথে সচরাচর কেউ হাঁটেনা,
হীরে ঝরা অযুত বৃষ্টির নরম সকালে
আমরা দু’জন হাত ধরে হাঁটব I

অপার্থিব অনুরাগের স্নিগ্ধতায়
ইচ্ছেরা টলমল…
প্লাবিত হবে মলিনতা,
জাগবে মন- তুমি আমি।

আমরা হাঁটব একে অপরের হাতের ভরসায়
একজন অন্যজনের স্পর্শের ভরসায়
দৃষ্টি জুড়ে পবিত্র আলো ছড়াবে,
সবুজ পাতার গায়ে কামুক বৃষ্টি….

পুণ্যস্নানে ভিজে
খুঁজবো প্রার্থনায়
এ-কি জাগরণ
না-কি মধুর মরণ ?

অদৃশ্য মায়া ছুঁয়ে দু’জন হারাব অনুরণে
হিম বাতাসে শীষ কাটবে বেয়ারা ফড়িং,
প্রথম চুমুতে হেসে উঠবে ঘাসফুল
খোঁপার ঝুমকো জবায় তোমার আঙুলের ছায়া সঙ্গম।

দৃশ্যের ভেতর চোখ দু’জোড়া হবে বিগলিত
কাতর জলে- জ্বলে যাবে ফাগুন-
অতঃপর,মিহি বৃষ্টির জলসংগীতে ভিজব দুজন…

মৃতফুল হয়ে ঝরে পরার আগে
অনিন্দ্য সুন্দর ভোর আসুক
মেঘ-হাওয়া উড়ানো অনুগল্পে
ডুবে যাওয়ার ইচ্ছে আমার I

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here