“যুবতীর আকুতি ” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা-সালমা খাতুন

465
“যুবতীর আকুতি ” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা-সালমা খাতুন

”যুবতীর আকুতি”

                      সালমা খাতুন

যুবতী আমি ফুলপরি কিংবা জলপরি নই।
আমার স্বপ্ন সাধনা আমি মানুষ হই।
তোমরা কেন আমায় দেখে কর হৈচৈ।
তোমাদের পানে অবাক দৃষ্টিতে আমি চেয়ে রই।
হট্টগোল আর করো না পারি না যে সইতে।
সহযোগিতা করো না আমায় এই পথটুকু চলতে।
এসিডের ভয় কেন দেখাও আমিও মানুষ ভাই।
জন্মানোটা কি দোষের ছিল জানতে আমি চাই।
তুমিও একদিন বাবা হবে দেখবে মেয়ের মুখ।
ভাবতো তুমি কোথায় বিলাবে তোমার এই সুখ।
বাবা মায়ের আর কি আছে আমিই সঞ্চয়।
তারা কেন সারাবেলা আমাকে নিয়ে পাই ভয়।
রাত দুপুরে দেখি আমি স্বপ্ন সারি সারি।
একটু সুযোগ চাই দেখাতে আমিও সব পারি।
ডানা মেলে ঘুরবো আমি আকাশ পথ দিব পাড়ি।
পথ ছাড় প্লিজ চলে যাচ্ছে আমার স্বপ্নের গাড়ি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here