চাওয়া
———–
নাসরিন জাহান মাধুরী
এখনো বেঁচে আছি
বুকের ভেতর লুকানো
কষ্টের গহন কূপ
এখনো বেঁচে আছি
তোমার কাছেই নতজানু
তীব্র বেদনায়
অপার নিরাশায়
তোমার কাছেই নতজানু
তুমি অচেনা হয়োনা
পৃথিবীর সব চোখ ফিরিয়ে দিক
কেউ চিনুক অথবা নয়
তুমি অচেনা হয়োনা
বেঁচে থাকি বা নাই থাকি
তুমি থেকো এ হাত ধরে
ছেড়ো না এ হাত
বেঁচে থাকি বা নাই থাকি….