“জানাজানি”লিখেছেন মানবতার অন্যতম সারথি কবি লকিতুল্লাহ মাহমুদ চিশতী।

478
“জানাজানি”লিখেছেন মানবতার অন্যতম সারথি কবি লকিতুল্লাহ মাহমুদ চিশতী।

জানাজানি

                    লকিতুল্লাহ মাহমুদ চিশতী

আরবীতে আল্লাহ বাংলাতে কাঁই
কেহ বলেন ব্রম্মা ভগবান সাঁই,
ফার্সীতে খোদা ইংলিশে গড্
কেহ যদি জানে ভাল বলে ঝটপট।
কেহ ডাকেন ঈশ্বর ফারাতারা হরি
কেহ আবার না বুঝে করে মারামারি,
দুনিয়ার ভেদাভেদ অতি উঁচু লোভে
তাই এতো হানাহানি মানবতা ডুবে।
মিলেমিশে থাকে যারা এক ঈশ্বরবাদী
নাস্তিকে মানেনা রে ইয়া রব জানি,
মৌমাছি মধু তুলে সব ফুলে ফুলে
বুঝিয়া ভাষার মালা পরে নেই গলে।
চার ধরন লোক আছে কোরানে পাই
নাছ আমানু ইনসান মুমিন জানাই,
অজ্ঞতা বিজ্ঞতা দুটি জাত ভবে
কে কারে মানিবে আগে বুঝে নিতে হবে।
নবীদের শেখানোই কলেমাটা ভাল
মর্ম তার বুঝলেই ধর্ম তার হলো,
ভাল স্বভাবের লোক ভাল হয় জানা
গীবত শোনেনা মুমিন গীবত করে না।
আমাদের বিধাতা সব ভাষা বুঝে
ভাষা জেনে খাসা হই অর্থটা খুঁজে,
হাটে মাঠে ঘাটে দেখি দুনিয়ার মেলা
সব জাত নিয়ে মোর খোদাতা’লার খেলা।
এই মেলা চিরকাল দিবানিশি চলে
কেহ না বুঝিলে বুঝে খাঁটি পাগলে,
সাবধান মারামারি করিও না আর
ধর্মটা যার যার মনের ব‍্যাপার।
কেহ ধর্ম বেশি করে কেহ করে কম
দয়াময় দয়ালু খোদা বূঝে সবার মন,
কত কাল বাঁচবো থাকবো এ ভবে
সৃষ্টিকে ভালবাসায় ভালবাসা পাবে।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here