“বন্ধন”লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি হামিদা পারভিন শম্পা।

557

“বন্ধন”

           হামিদা পারভিন শম্পা

~~~~~~~~~~~~~
এ কেমন বন্ধন বলো
যাতে নেই কোন অভিযোগ
অবহেলার রং টাও ভিন্ন,
ইচ্ছের বিরুদ্ধে যা
ব’য়ে বেড়াতে হয় আজীবন
ভালবাসার নেই কোন চিহ্ন।
মৃত্যুর কলতান প্রতিদিন যেখানে
বেজে উঠে অবিরাম
নিজেই নিজের সাথে করি যুদ্ধ,
বিশ্বাস, অনুভূতি গুলোও
ধুলো জমে জমে
অশ্রুজল শুকিয়ে বাকরুদ্ধ।
শিক্ষা, সংস্কারের দোহায় দিয়ে
নিজেকে করেছি নিশ্চিহ্ন,
স্বেচ্ছাচারিতা আর সভ্যতার বলে
রূপ যে তার আজ ভিন্ন।
মুক্তির স্বাদ নিতে চায় যে
আমার অবুঝ মন,
দহন জ্বালা সহিতে হবে
বলো না আর কতক্ষণ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here