প্রদীপ
চৌধুরী আলিমা ওয়াছিয়া
প্রদীপ তুমি যে আমার প্রিয় বন্ধু।
তোমাকে ছাড়া যে আমি চলতেই পারি না।
কারণ তুমি সব সময় আমায় সাহায্য করো।
যখন রাত হয়ে যায় তখন আর কাউকে না তোমাকেই মনে পড়ে।
যখন রাত হয়ে যায়,
তখন তুমি তোমার প্রদীপের আলো দিয়ে আমাকে ভরিয়ে দাও।
যখন পড়াশোনা করতে করতে সন্ধ্যা হয়ে যায়,
তখন তোমার প্রদীপের আলোতে আমার পড়াশোনা শেষ হয়ে যায়।
তুমি যে আমার সব কাজের সাথী।
তোমার মত একজন বন্ধু পেলে আর কিছুর প্রয়োজন হয় না।
আমি জানি তুমি সব সময় আমার পাশে থাকবে।




















