আকাঙ্খা
সুতপা দাস
মন আকাশ অন্ধকারাচ্ছন আজ
রাত কটা বাজে কে জানে!
শেষ মেট্রোর হলো যেন
ফিরে যাওয়ার আওয়াজ।
চারপাশ নিস্তব্ধ, নিঝুম,
সব কোলাহল গেছে থেমে ।
শুধু থেমে নেই সময়ের কাটাটা,
এগিয়ে যাওয়াই যে তার কাজ।
ফিরবে না সময় করিস না ব্যর্থ প্রয়াস,
মন এ তোর বড্ড অন্যায় আবদার
সময়কে বাধতে চাওয়া তো অপরাধ
তবুও মন কাঁদে কেন অকারনে!
দিয়েছো অনেক করেছো ঋণী
হৃদয়ের ভাজে ভাজে আজও–
রোমাঞ্চিত হও তুমি!
কোন এক মেঘলা বিকেলে
বৃষ্টি হয়ে এসেছিলে—
ভিজিয়ে ছিলে শূন্য নদীর চর,
মধুর সুরে বীণার তারে বেজেছিল আশাবরী।
মন কেমনের দিন খোঁজে তারে আজ
একলা ভীষণ হৃদয় ,হয়েছে মরুভূমি!
জমে আছে ধূ ধূ বালির স্তর চারিদিকে তার।
জানেনা মন ভালোবাসার পরিভাষা,
এ জন্মে নাই বা পেলাম থাক না হয় সে অপূর্ণ আশা।
তবুও মন খুঁজে যাবে তোমায় নিরালায়,
তুমি যে আমার সুপ্ত অহংকার–
রেখেছি তুলে স্মৃতির মণিকোঠায়।
পরজন্মে নাহয়একটু ভালোবেসে
মিটিয়ে দিও আমার সে অপূর্ণ স্বাদ পূর্ণতায়।
তোমার মনের আদুরে ,
রেখো বেঁধে
ভালোবাসার বাহুডোরে।