ভারত থেকে সমাজ আদৃত কবি-পম্পা_মণ্ডল’র কবিতা“গঙ্গা”

543
ভারত থেকে সমাজ আদৃত কবি-পম্পা_মণ্ডল’র কবিতা“গঙ্গা”

গঙ্গা
পম্পা_মণ্ডল

সন্ন্যাসী হৃদয়ের লৌহ বাসর ভেঙে ধুলোয় লুন্ঠিত করে যে,
সে কখনো কৃষ্ণচূড়ার পাতায় বসে প্রজাপতি হয়? হয় শুঁয়োপোকা!
ষোড়শী চাঁদের দোদুল্যমান ললন্তিকায়
একপোয়া যৌবন ধার রেখে যায়
দলিতদের উঠতি বয়সের মেয়ে;
জাতের আগে সৌন্দর্য পা বাড়ায়
নদীর মতো।
অঙ্ক খাতার শেষের পাতায় সজনে গাছের ছায়া পড়তেই প্রকট হয় এক তিলোত্তমা।
কবি যে শব্দ বারংবার কাটে,
রক্ত শুকিয়ে অধিকার ছেড়ে দেয় সেও-
হতে পারে সে সংসারী নারী,
মানিয়ে নিতে শেখে মাটিও- ইচ্ছে মত প্রতিমা আর কলসি।
তিলতিল করে তিলোত্তমা গড়ে তোলা গর্ভে
ছাপ্পা মারে পৌরুষবোধ।
বিশ্বনিয়ন্তা তবুও প্রিয়ংবদা গড়েন, শুচিস্মিতা, আবর্জনা মাখা গঙ্গা।
কলুষতা ছোঁয়না তাকে।


হলদিয়া,পূর্ব মেদিনীপুর
পশ্চিমবঙ্গ,ভারত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here