ঈশ্বরদীর তরুণ নাট্যকার ও কলমযোদ্ধা শেখ পাভেল আকবর এর ভিন্ন ধর্মী লেখা “বাচঁতে বড়ো ইচ্ছে হয়”

733
ঈশ্বরদীর তরুণ নাট্যকার ও কলমযোদ্ধা শেখ পাভেল আকবর এর ভিন্ন ধর্মী লেখা "বাচঁতে বড়ো ইচ্ছে হয় "

“বাচঁতে বড়ো ইচ্ছে হয় “

                              শেখ পাভেল আকবর 

ঘুম ভাংগার আগেই ঘুম ভেঙে গেলো ,
কিছু না বুঝে উঠার আগে কোলাহোল শুনতে পেলাম ,
এতো ভোরে দোয়েল কোয়েলের সুমধুর গানের বদলে ,
অসভ্য কুকুরের বিশ্রী ডাকাডাকি আর পাশের বাড়িতে শেখ পাভেল আকবরের মায়ের কান্নার শব্দ ,

ধড়ফর করে ঘরের দরজার কপাট খুললাম , বুকের ভিতরে দক্ষিণা বাতাসের ধাক্কা না লেগে ,
লাগলো হৈচৈ করে ফিরে আসা কান্নার শব্দ ”

আমি কি তাহলে আতংকিত , নাকি দুঃস্বপ্ন দেখছি ?? দূর আমি এসব কি আজেবাজে ভাবছি ?
হঠাৎ আবছা আবছা আলো-ছায়ার মধ্যে কারা যেনো এদিকে আসছে ,
আমি মূর্তির মতো তাল গাছ হয়ে দাঁড়িয়ে রইলাম সেইখানেই ”
দলের ভিতর থেকে কে যেনো আচমকা ডাক দিলো আমাকে ?
আমিও সাথে সাথে ঐ তাল গাছের খোলস থেকে বেরিয়ে এলাম তাদের কাছে ,
প্রশ্ন করলাম কি ব্যাপার তোমরা ?
তারা ছিনতাইকারীদের মতো শব্দ করে বললো ,
হ্যাঁ আমরা আমরা আমরাই……..
করোনা করোনা করোনা “

৭১’ সালের পাক হানাদার বাহিনীর মতো
ঢুকে পড়েছি আমরা তোমাদের ঈশ্বরদী শহরে,
খাবো খাবো মায়াদয়া স্নেহ ভালোবাসা ,
সব সব খেয়ে ফেলবো ??
সারা বিশ্বকে আমরা খেয়ে ফেলবো , কারন
আমরা একশত বছরের ক্ষদার্ত করোনা ”
আমরা তোমাদের গজব, আমরা সংক্রামণ ভাইরাস,
আমরা সবার জন্য একেকটা আজরাইল,
আমরা অপেক্ষামান তোমাদের করোনা মৃত্যুদূত….

আমাদেরকে তাড়ানো এতো সোজা না ??
আগে তোরা সোজা হো, শৃঙ্খলার মধ্যে আয় , নোংড়ামির পোষাক থেকে বের হয়ে আবার,
নিজেদেরকে সভ্য সমাজে ফিরে নিয়ে আয় ” নিজেদেরকে মানুষের কাতারে দাঁড় করা ??

আমরা ফিরে যাবো সেখানে , যেখান থেকে ফিরে আসবো,
আবার একশত বছর পর “

(গদ্য কবিতাটি আমি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আশিকুর রহমান লুলু”কে উৎসর্গ করলাম )

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here