ভূতের স্বপ্ন
বনশ্রী বড়ুয়া
উড়ুক্কু মেঘ রাতের আঁধার
ভয় ছমছম বুক
বায়ু শনশন পাগল পবন
কাঁপছে ধুঁকপুঁক।
টিনের চালা গুড়ুম গুড়ুম
বাজ পড়েছে ধপাৎ
দূরের গাঁয়ের ভূতের বাড়ি
হঠাৎ কুপোকাত।
ঝড়ের তোড়ে ভূতের রাজা
শর্ষে দেখে চোখে
চেঁচিয়ে পাড়া করলো সাড়া
বৈশাখী ঝড় দেখে।
দুষ্ট হাওয়া ছুটলো বেগে
ভূতের সে কী ভয়!
বজ্রনিনাদ আসে যমরাজ
প্রাণের মায়া হয়।
ঝড় নয় গো দৈত্য সেটা
সাতনরি হার গলায়
ভূতের ঘরে ঝড় উঠেছে
স্বপ্ন দিনের বেলায়।