আস্কারা ও আগুন
জারা সোমা
সমকালিনতা আচ্ছন্ন করলে
ব্যক্তিজীবনে দেখা দেয় ঘোর সংকট
আত্মমগ্নতার মিছিলে পা মেলায় শব্দেরা
কবিতা রেখে যেতে চায় দৃষ্টান্ত
জীবন বিমুখতা দিয়ে কখন যাপন চলেনা
দুর্বোধ্যতা কেবল বিচ্ছিন্ন করে
খিলতোলা দরজার ওপাশে কেউ বলেনা
অবনী_বাড়ি_আছো
প্রেতছায়া গাঢ় হলে বিবর্ণ হয় শীত দুপুর
প্রেতঠোঁট এঁকে যায় চুমু
দুঃখ খেয়ে স্ফীত হয় বুভুক্ষু দেয়াল
ঠান্ডা মৃহদেহে থাকেনা শোক চিহ্নসমূহ
বরং মুক্তির উল্লাসে ফেলে যায় পৃথিবীর
যাবতীয় রুপলি আস্কারা ও আগুন।।।