নিস্পদ স্বপ্ন
সোনালী মিত্র
নিস্পদ জীবনের সব রং মুছে যায়
স্তব্ধ দিনের শেষে।
নেই চাওয়া নেই পাওয়া
আছে,এখানে ধ্বস্ত পৃথিবীর কালিমাখা ছবি।
আমি একা দাঁড়িয়ে আছি
এক মৃতনগরীর তীরে-রাত্রি শেষে।
পালতোলা নৌকার আরোহী
দমকা হাওয়ায় ডুবে যেতে যেতে ছুঁয়ে যেতে চাই তোমাকে।
ক্রমশ হারিয়ে যাও
আমি একা বহন করে চলি এক শতাব্দীর কান্নার ইতিহাস।
অনুভবের গভীরে জন্ম নেয় এক ছায়াহীন বৃক্ষ ।
একটা শূন্যতার মধ্যেই জেগে থাকে আগামীর স্বপ্ন
একটা নীরবতা জন্ম দেয়
হাজার বছরের বেঁচে থাকার গল্প।