এই শ্বাশ্বত জীবন
রফিক বকুল
এই শ্বাশ্বত জীবন
অন্তরীয় ক্ষয়িষ্ণু চোখ
অহেতুক নোঙর করা জাহাজে
ভীড় করে যাত্রী,
যাত্রী ছাউনির
টেবিলে টিকিট
বিনিময়ের যাত্রা
খাতা কলম নিয়ে
বসে আছে চেইন মাস্টার
হাত নেড়ে ডেকে ডেকে
শুভ যাত্রার শুভেচ্ছায়
লোভনীয় প্রতিশ্রুতি
একটু এদিক ওদিক করে
বিশ্বাস অর্জনের বাধ্যবাধকতায়
শুধু শুধু তাড়াহুড়ো
অন্ধবিশ্বাসের যানবাহন
ভীড় ঠেলে খুঁজে বেড়ায়
মখমলীয় চেয়ার
ঠকবাজির যাত্রায়
আস্থাপন করে সহযাত্রী
কিনারার আশায়
মৃত জ্ঞানকোষীয় নাবিক
দিকবিদিকহীন, সময় অসময়ে
ঝুলে থাকে মাস্তুলের উচ্চতা ধরে
সীমাহীন সমুদ্রে দু-ভরসার জাহাজ
দূরের গাংচিলের ঠোঁটেও ছোট্ট দেখায়।