এখানে বেলা বাড়ে ছায়ার ।
— সামিয়া শ্রাবণ।
প্রিয়দর্শিনী,
এখানে বেলা বাড়ে ছায়ার।
মোহমেঘের ঘুম ভেঙে মধ্যরাত্রের দুঃস্বপ্নে তুমি এসে চলে যেতে যেতে ফেলে যাও তোমার উদাসী চোখ,
আমি দৃষ্টি মেলে তাকাই ;
চলে যেতে যেতে তুমি নিঃশব্দে বলে যাও সহস্র কথা।
আমি সশব্দে “যেও নাকো” বলতে গিয়ে বলে ফেলি, “তুমি একটি নদীর নাম — ”
অথচ, আমিও জানি–
তুমি মানে
এককোটি বছরের সেই প্রাচীনতম বৃক্ষ — নগরায়ণের যুগে যাকে উপড়ে ফেলে তবুও চাই স্থবিরতা। তবে, স্থবিরতা ই কি ভালোবাসা?
এখানে বেলা বাড়ে ছায়ার।
তুমিও মায়া হয়ে ক্রমশ ছায়ার মতো অস্থাবর হয়ে যাও অন্ধকারে।
অবেলায় তোমার সিক্ত চোখ ভেসে ওঠে বুকের কিণারে।
চলে যেতে যেতে তুমি ফেলে যাও তোমার করুণ কাজল,
আমি কংক্রীট শহর ফেলে চলে আসি, দেখি তুমি নেই!