“ভালবাসি বলেই ”কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি —বাহার উদ্দিন আহম্মেদ শ্রাবণ।

841
“ভালবাসি বলেই ”
প্রতিভাধর কবি —বাহার উদ্দিন আহম্মেদ শ্রাবণ।

ভালবাসি বলেই

                      বাহার উদ্দিন আহম্মেদ শ্রাবণ

——————————
তুমি আমার নিস্তব্ধ রাতের আহাজারি,
তোমার প্রতিক্ষায় প্রতিটা রাত জেগে থাকি।
তোমার স্বপ্নের বিভোরতা আমায়,
নতুন করে ভালবাসতে শিখিয়েছে।।

তোমার কথার ফুলঝুরি আর মিষ্টি হাসি,
তোমার প্রতি দৃষ্টিনন্দন করতে শিখিয়েছে।
দক্ষিণা বাতাস, তোমার খোলা চুল
আমাকে তোমার ঘ্রাণ নিতে শিখিয়েছে।

তোমার দেওয়া প্রতিটা প্রতিজ্ঞাবাক্য, আর অকৃত্রিম ভালবাসা
আদৌ আমাকে তোমার কাছ থেকে অদূরে রেখেছে।

সত্যিই;
তোমার দেওয়া ভালবাসাতেই,
আজ আমি জাগ্রত এবং উজ্জীবিত আছি
আমি নেই আমাতে, আর এটাই ভাবছি।

বিশ্বাস কর;
আজ আমি উদ্বাস্তু, উদ্বিগ্ন
কবে জানি মহাপ্রলয় এসে আমাকে-
কাঁদিয়ে নিয়ে যাবে অন্যত্র তোমাকে।

আমি উন্মাদ, উন্নাসিকতা
শুধু তোমার প্রতিজ্ঞাবদ্ধতায়,
শুধু তোমার ভালবাসায়।

আজো আমি নিস্তব্ধ, নিরহ, নিষ্ঠুর উপল মন।
উপরস্ত আমি ভালবাসি তোমায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here