“মন প্রিয়া ”ভারত থেকে কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি মধুছন্দা গাঙ্গুলী ।

644
“মন প্রিয়া ”ভারত থেকে কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি মধুছন্দা গাঙ্গুলী ।
প্রতিভাধর কবি মধুছন্দা গাঙ্গুলী ।

মন প্রিয়া

        মধুছন্দা গাঙ্গুলী

~~~~~~~~~~~
মন আবেশে ভরে
যখন….তোমরা শোনো কুহুর তান,
উদ্বেলিত হৃদয় হবে
যবে….শুনবে আমার প্রিয়ার গান !

আকাশ পানে চেয়ে দেখে
চাঁদের রূপে বিভোর থাকো,
আমার প্রিয়া পূর্ণিমার চাঁদ
এমন….মুখের ছটা পাবে নাকো !

আকাশের ওই তারার ভীড়ে
পাইনা খুঁজে মনের তারা,
আমার প্রিয়ার চোখের তারায়
হলাম আমি হৃদয় হারা !

কানন ভরা ফুলের মেলা
লাগছে না তো সেথায় হিয়া,
সুখের পরশ লাগবে
যবে….আসবে কাছে আমার প্রিয়া !

মন আঙিনায় ফুটছে যখন
অনুরাগের মিষ্টি ভাষা,
মান-অভিমান আসছে ধেয়ে
এটাই বুঝি ভালোবাসা ॥
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here