তারুণ্যের কবি শাহানাজ বেনজীর এর এক ভিন্নমাত্রার কবিতা “অভিমানী মেয়ে ”

846
অভিমানী মেয়ে শাহানাজ বেনজীর
তারুণ্যের কবি শাহানাজ বেনজীর

  অভিমানী মেয়ে

                         শাহানাজ বেনজীর

 

যখন বসন্ত ছিলো তখন তুমি আসোনি।
যখন বসন্ত শেষ তখন তোমার দেখা পেলাম।
আর ততোদিনে
উষ্ণ হৃদয় তপ্ত রোদে পুড়ে কাঠ কয়লা হয়ে গিয়েছে।
আর তাই তো তুমি যখন এলে,
তখন দেখলে চীর সবুজ হৃদয়টা সবুজহীন মরুভূমি।

আমি বললাম এতদিন কোথায় ছিলে?
এই হৃদয় টুকু ছুঁয়ে যেতে এত সময় কেনো নিলে?
তুমি কি জানো তোমার অপেক্ষায় প্রহর গুনতে গুনতে আমি আজ কঙ্কালসার এক বৃদ্ধা।
অথচো তুমি এখনো চিরযৌবনা,
তোমার কি আর আমার হৃদয় ছুঁতে ভাললাগবে?

তুমি মুচকি হেসে বললে,তুমি যে আমার কুড়িয়ে পাওয়া অমূল্য রতন।
তুমি আমার কাছে চীরযৌবনা,চীরনতুন।
শুধু তোমার কাছে আসবো বলে,
শুধু তোমাকে একবার ছুঁয়ে দেখবো বলে আমি হেটে এসেছি চৈত্রের খরা উত্তপ্ত মাঠ।
পাড়ি দিয়েছি কতশত পাহাড়,নদী,সমুদ্র।
তুমি যে আমার শীতের সকালের কুয়াশার চাঁদরে মোড়া ভালবাসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here