ক কবি ও কিশোরীটি
মালিপাখি
নীলাকাশ কিশোরীটি ।
কবি দ্যাখে তাকে ।
যেন রূপকথা জাগে
জরীর পোষাকে ।
ধুপকথা, চুপকথা,
রামধনু পাখি;
বলে উড়ে যাও আজ
হাজার জোনাকি ।
আর শুধু গান লিখে
টান টান সুখে,
ডুবে যায় রোগা কবি
আলোর অসুখে ।
তারা হাসে । কিশোরীটি
সারারাত ধরে ,
কবিকেই আঁকে শুধু
ঘাসের ভিতরে —– !