ওপার বাংলার কলমযোদ্ধা কবি মুনমুন দেব এর ভিন্নমাত্রার কবিতা “অসম্পৃক্ত ”

662
ওপার বাংলার কলমযোদ্ধা কবি মুনমুন দেব এর ভিন্নমাত্রার কবিতা “অসম্পৃক্ত ”

“অসম্পৃক্ত”

              মুনমুন দেব 

চাঁদের জমিটা এবার বিক্রি করে দেবো
টেলিস্কোপে দারুণ কুয়াশা
ধমনীয় উচ্চ চাপে রক্তবমি করছে আমার উঠোন
মধুমেহে ফুলে গেছে ধানক্ষেতের শরীর
তদারকির অভাবে পোয়াতি আগাছা
সংসার পেতেছে দাওয়ায়
কবিতার আস্তিন মেপেই চুরি গেছে আমার শব্দময় সময়
এই গ্রহের জন্য একটা পতাকা আর লেখা হয়ে উঠল না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here