চন্দ্রাহত আমি
——————–
সাবিনা আনোয়ার
কিছু কিছু মেঘ পালক ভেঙ্গে দিয়েছে,শাড়ির আঁচল উড়িয়ে,অকস্মাৎ বৃষ্টি এসে জানালার কার্নিশ ভিজিয়ে দিক কামনীয় নয়,একাকী নিরবতায় নিজের কাছে রেখেছি নীলপদ্মের বর্ণনা, মেঘের সিগ্ধ গন্ধ তোমাকে দেবো যদি তুমি সদ্য জন্ম নেওয়া গোলাপ পাপড়িতে ভালবাসার অক্ষর পাঠদান দিতে পারো।
যদি আশ্বাস পাই কোন এক জ্যোৎস্না প্লাবনে ভালোবাসার সুরেতে চন্দ্রাহত আমি সমুজ্জ্বল রাতের তারা হয়ে অস্তিত্ব জুড়ে মিশে থাকবো রুপালি মানবী হয়ে তোমার কল্পছায়ায়!