বন্ধনে
শিখা গুহ রায়
এখনো রৌদ্রছায়ার মাতামাতি
রাত দিন নিয়মের বেড়াজালে
চুপি চুপি বলেছিলাম
পরম সত্যটি,
তোমাকে চাই তোমাকে চাই শুধু তোমাকেই….।।
খেয়ালী বাতাস খেলছিলো ভয়ংকর খেলা
আমার চাওয়া পাওয়া নিয়ে
অপেক্ষার প্রহর আর শেষ হয় না,
তাই চোখের সাগরে আজ রক্তস্রোত!!
রাত যত গভীর হয়,
তোমাকে পাবার আকাঙ্ক্ষা
যেন বন্য হয়ে ওঠে,
শরীরের ভাজে ভাজে
অস্তিত্বের যন্ত্রনায়
এ আমার আসহায় আর্তনাদ।
এত অসহায়ত্বের মাঝেও
শুধুই তোমাকেই চাওয়া
বারবার মনের কোঠরে
চিৎকার করে ওঠে।
চাওয়া পাওয়ার ক্ষুধার্ত খেলায়
তুমিও কি কাতর হও আমারি মতো?
ভীষন অসম্ভবের মাঝেও
আমি তোমাকে চাই
ঠিক যেমন করে তুমি চেয়েছিলে আমাকে।
একসময় এখানকার বাতাস
বড় ভালবাসতো আমাদের
বিচ্ছিন্ন মেঘগুলো আর দমকা বাতাস
তছনছ করছিলো টেবিলসহ বইগুলো কে।
তবুও নদীতে মাঝির গান ভাসছে আহা্।
মনে হয় মনটার এখনো বয়স হয় নি
এখনো সে আগের মতই
কতবার কল্পদৃষ্টিতে তোমার চোখে
আলপনা এঁকেছি
দু’বাহু বাড়িয়ে জড়িয়ে ধরেছি বন্ধনে।