ভারত থেকে বাংলা সাহিত্যের সারথি কবি শংকর ব্রহ্ম এর নির্বাক অন্তরের কবিতা “আমার স্বপ্ন ইচ্ছে আমার”

430
শংকর ব্রহ্ম এর নির্বাক অন্তরের কবিতা “আমার স্বপ্ন ইচ্ছে আমার ”

আমার স্বপ্ন ইচ্ছে আমার

শংকর ব্রহ্ম

আমার স্বপ্নগুলোকে

আমি রোদ্দুরে মেলে দিতে চাই,

অথচ বাতাস এসে

        সব তা উড়িয়ে নিয়ে যায়।

আমার ইচ্ছেগুলোকে

আমি বাতাসে উড়িয়ে দিতে চাই,

আর সেগুলো রোদে পুড়ে

পোড়ামুখ নিয়ে ফিরে আসে ঘরে।

আমার স্বপ্ন

             আমার ইচ্ছে

                        কোনটাই আর 

একান্ত ইচ্ছাধীন থাকে না আমার,

ভিতরে ভিতরে টের পাই সেটা

যেটা আমি

          কাউকেই বলতে পারি না।

আমার স্বপ্নের

        কোন আর থাকে না হদিস

আমি তার পাই না নাগাল,

                  অথচ আমি আমার 

পোড়া ইচ্ছেগুলোকে

শক্ত মুঠোয় ধরে থাকি অনন্তকাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here