অদৃশ্য দ্বৈরথে
মাহবুবা আখতার
হেঁটে চলি বন্ধুর পথে,জঙ্গলে,প্রান্তরে,
একটি নতুন সূর্যোদয়ের টানে-একটি মিছিলে।
একটি শোষিত শ্রেণির আলাপি মঞ্চে
নড়ে উঠুক আবারো জীবন,
শাণিত হোক অবহেলিত জনগোষ্ঠী।
ভাইয়ের লাশ,ধর্ষিতা বোনের বুকে, মায়ের আর্তি,
বাবার রক্তাক্ত কাটাছেঁড়া শরীর।
অদৃশ্য দ্বৈরথে রক্ত পতনের তুমুল বাক-বিতণ্ডার লড়াই
বেঁচে থাকার দুর্দান্ত ইচ্ছে,
শুধু মাত্র একটি শ্লোগান, খণ্ডখণ্ড মিছিল।
স্বাধীনতা যুদ্ধে ধর্ষিতারা আজ বীরাঙ্গনা, এ কোন ইতিহাস?
পাঠক কূল সম্মোহিত, নতমুখে বিনত। জানে না কোনো
ব্রজ কণ্ঠের হুঙ্কার।
জ্বলে শ্মশানের চিতা,ঘাতক পুরোহিতের অগ্নি মন্ত্রে,
রাধিকার প্রেমে শ্যামের বাঁশি বাজে না,
লখাইর লাশ ভাসে না জলে,চারুলতা মিছিলের সামনে এগিয়ে যায়, ডাক দেয় বাঁচনের।
সহস্র,নিযুত, চারুলতার কঙ্কাল ভয়ংকর গ্রেনেড হয়,সৃষ্টিতে মাতম করে নতুন পৃথিবীর।
তারিখঃ১৫.১০.২০২১খ্রি.
ঠাকুরগাঁও।
অভিনন্দন