‘পটীয়সী তুমি’
_____/____/___/
দিলু রোকিবা
তুমি-
সাগরের গভীরতা মাপতে পারো,
তার মানে এই নয় যে –
তুমি আমার ভালোবাসা মাপতে পারবে।
তুমি বরফ বেয়ে হিমালয়ে উঠতে পারো,
তার মানে এই নয় যে–
তুমি আমার প্রেমের শীতলতা বুঝতে পারবে।
তুমি আগুনের, লেলিহান শিখা সহ্য করতে পারো,
তার মানে এই নয় যে–
তুমি আমার প্রেমের তীব্রদাহ সইতে পারবে।
তুমি নিঃষ্প্রাণ পাহাড়ের মৌনতা বুঝতে পারো,
তার মানে এই নয় যে—
তুমি আমার হৃদয়ের নিস্তব্ধতা বুঝতে পারবে।
তুমি কি আকাশের নীলাঞ্জনা কে মাপতে পারো,
তার মানে এই নয় যে—
এখন তুমি আমার অন্তরের ঠিকানা খুঁজে পাবে!