“আবার ফিরব” কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ভারতের কবি শিল্পী দাস ।

416
ভারতের কবি শিল্পী দাস

আবার ফিরব

                শিল্পী দাস

———————
শিথিল হয়ে আসছে হাতের মুঠো,
চোখের পাতায় আলো-আঁধার খেলা,
প্রবল জ্বরে পুড়ছে দেহমন,
রক্ত ভেজায় আমার সারাবেলা।

নোঙর তুলছে নৌকা অবেলায়?
খসে পড়ছে মায়ার অলঙ্কার?
এত আনন্দ, এত যে প্রিয়জন,
ছেড়ে যেতে চায়না মন আমার।

তবুও তরী মাঝদরিয়ার পানে,
সরে যাচ্ছে জীবনের তটভূমি,
জীবন এখন মরণ আলিঙ্গনে,
দূরে যাচ্ছি তোমার থেকে আমি।

তবুও বলছি আবার ফিরব ঠিক,
পথ চেনাবে ধ্রুবতারার আলো,
আস্ত একটা হৃদয় যদি রাখো–
তোমাকেই জেনো বাসবো আবার ভালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here