“ফিকে আষাঢ়ে গল্প ” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি কানিজ ফাতেমা খুশী

637
“ফিকে আষাঢ়ে গল্প ” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি কানিজ ফাতেমা খুশী

ফিকে আষাঢ়ে গল্প

              কানিজ ফাতেমা খুশী

জীবন যাত্রা বদলে গেছে
হয় না আগের মত সময়
আষাঢ় দিনে মন সাজাতাম
রঙিন বুনন সুতোয় |

করোনাকাল নিয়েছে সব
স্বাদ আহ্লাদ তার করে
কোথায় মেঘ কোথায় বৃষ্টি
দেখা হয় না নয়ন মেলে |

আষাঢ়ে গল্প মুছে গেছে আজ
মনের নিঃসীম সীমা হতে
ঘরে জমে থাকা হাজার কাজ
ফুরোয় না দিন শেষে |

কোথায়, কখন যে খুঁজি তারে
একখণ্ড অবসর
অসময়ে এসে হামাগুড়ি দেয়
খুব জোরেসোরে |

কঠিন ভাবে ক্লান্তি এসে
ঝেঁকে ধরে নিবিড় ভাবে
ইচ্ছেগুলো মরে গিয়ে
নীরবে চক্ষু মোদে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here