“নুড়ি” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি জেবুননেসা হেলেন জুন ১৬, ২০২০759ShareFacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL “নুড়ি” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি জেবুননেসা হেলেন নুড়ি…জেবুননেসা হেলেনচিরকুটে মৃত্যু যদি লিখে পাঠায় মেসেজ, সে খাম খোলার পর নাম- ষশ সংস্কারে কী এসে যায়!প্রথাবিদ্ধ সেদ্ধ কাফনে মুড়ে জানাজা কবর বা চিতায় তিতা মিঠা স্বাদ কি শব পায়?শূণ্যা-শূণ্য বিস্ময়।বেঁচে থাকা রহস্য জামা গায়।