স্বার্থপরের মায়া ছেড়ে
—মিনু আহমেদ।
জীবন নিয়ে ভেবে ভেবে সময় হলো শেষ!
এখন মনে ভাবনা নিয়ে নাইকো কোনো রেশ।
বিষাদে মন ক্লান্ত হয়ে নাইকো কোনো ভয়!
যদিও না করতে পারি মহানগর জয়।
ক্ষতি নেইকো তাতে আমার সর্ব হারে-জিতে।
আমার না হয় হোক না কিছু পরাজয়ের ভিতে।
হয়তো কেহ আমার মতোই ক্ষণে ক্ষণে হারে!
হারের বিষাদ সবাই কী আর সইতে বলো পারে!
ভাবনার জলে আমি অনাথ ডুবি সদা ভাসি।
স্বার্থপরের মায়া ছেড়ে ক্ষণেই আবার হাসি!
ইচ্ছে সকল পূর্ণ হতেই চলে আসে মরণ!
অথৈ জলে হাবুডুবু ভাবনা হয় যে স্মরণ।