বাংলা সাহিত্যের অন্যতম সারথি -শিরিন আফরোজের ছড়া”চাঁদের হাসি”

718
শিরিন আফরোজের ছড়া''চাঁদের হাসি''

চাঁদের হাসি
শিরিন আফরোজ

ঘরে সবার ছোট খোকন
আদর সারাক্ষণ
এ রুম ও রুম ঘুরে বেড়ায়
প্রজাপতির মন ।

একটু পর পর বলে মাকে
আদর দিতে মুখে
কার্টুন দেখলে ফেরায় না চোখ
মজার রাজ্যে ঢুকে ।

অফিস থেকে ফিরলে বাবা
খোকন ভীষণ খুশি
বাবার সাথে বাইরে যেতেই
আনন্দ তার বেশি ।

দাদুর সাথে খেলে খোকন
দারুন মজা পায়
ছড়া কবিতা পড়ায় দাদু
আনন্দে হারায় ।

বড় বোনকে ডাকে খোকন
বুবু বুবু বলে
সোহাগ যেন গড়িয়ে পরে
নরম নরম গালে ।

বড় ভাইকে ডাকে খোকন
ভাইজান বলে
ঘুমিয়ে যখন পড়ে খোকন
ঘর শান্ত টলমলে ।

নতুন কেউ আসলে ঘরে
খোকন দেখে খুশি
খেলাধুলায় মাতিয়ে থাকে
যেন চাঁদের হাসি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here