মানুষ হিসেবে স্বস্তি ও প্রশান্তির জন্য আজকের অস্থির সময়ে সত্য যে ভীষণ প্রয়োজন! কিন্তু ‘সত্য যে কঠিন । ভারত থেকে সভ্যতার কবি -বিজিত গোস্বামী এর কবিতা“আমি এক সত্য”

367
বিজিত গোস্বামী এর কবিতা “আমি এক সত্য”

আমি এক সত্য
“””””””””””””””””””””
বিজিত গোস্বামী


আমি স্থপতি নই
প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে অভিশপ্ত কাহিনী
খনন করতে চাইনে
হঠাৎ জেগে উঠা সভ্যতা আমার নাই হল
পুরনো ইতিহাস থেকে হরপ্পা মহেঞ্জোদারো
মিশরীয়,ব্যাবিলনীয় সিন্ধুর পথে অমরত্ব আমার প্রাপ্য নয়
আমি সরীসৃপের মতো ঘুমন্ত রাতে ছোবল বসাই
তীব্র বিষের জ্বালা সভ্যতার বুকে দাগ রেখে যাই
আমি একাই একশো,সঙ্গী ছিন্ন আমি
বিশ্বাস করিনা ইলোরা অজন্তার নগ্ন দেহের অপূর্ব রূপ
আমি জেনেছি,মানুষের ভেতর কদর্য নগ্নতার আস্ফালন।

আমি চড়াই উৎরাই ভেঙ্গে মালভূমি হবার স্বপ্ন দেখি
যেখানে সভ্যতার ঘুম একটা লাশ হয়ে শুয়ে থাকে
সাক্ষীর সাক্ষ্য কেবল ইতিহাস!
আমি একবার পাহাড় হব—কেবল অতিক্রম করার আনন্দে
আমি কবর হতে চাই, চাওয়া পাওয়ার উর্ধ্বে
নিশ্চুপ শায়িত ঘুম
আবার ইচ্ছে হয়,শ্মশান হই, জ্বালা ভরে শরীর পুড়াবো।

আমি এখন আমিই সত্য—
প্রত্যয় গভীর প্রেম আর নির্জন পৃথিবীর সকল
নির্ঘুম নিদর্শন লিখে অমর হব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here