অমোঘ
মহুয়া ব্যানার্জী
সব কিছু শেষ হয়েও শেষ হয়না।
মৃত্যুর আঁধারে থেকে যায়
প্রিয় মানুষের উজ্জ্বল স্মৃতি।
পাওয়া না পাওয়ার হিসেব
পঞ্চভূতে বিলীন কালো ধোঁয়া-
মাথার ওপর সান্ধ্যকালীন আকাশ
গোধূলি রঙে বহুবর্ণ আতপত্র ,
তার নীচে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর আমরা…
অভিযোজনের ছায়া খুঁজে নিরন্তর আত্মপীড়ন
অথবা দুর্বল থেকে যোগ্যতমের উদ্বর্তনের চেষ্টা।
চিতার আগুন নিভে গেলেও পড়ে থাকা
ছাই এবং নাভিমূলের অমরত্ব কিছু কি বলে?
ফেলে যাওয়া সংসার বন্ধু স্বজন
আবছায়া মায়া লেগে থাকে সব শবে।
অভিমান অভিযোগ ভালোবাসা সেই
মূহুর্তে চিরন্তন অমোঘ সত্য –
তার কাছে অমরত্ত্বের প্রত্যাশাও নত হয়-
থেকে যায় শুধু ফিরে আসার টান।
মহাকালের মহাশ্মশানের বীভৎসতার ওপর
ঝরে পড়ে জারুলের ফুলেল শান্তি।
অসাধারণ 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻