জীবন বোধের কবি- আবুল খায়ের নূর লিখেছেন শব্দের ছন্দায়িত ব্যবহারে সুমধুর শ্রুতিযোগ্যতা যুক্ত কবিতা “ছায়া যামিনী”

477
জীবন বোধের কবি- আবুল খায়ের নূর লিখেছেন কবিতা “ছায়া যামিনী”

ছায়া যামিনী

           আবুল খায়ের নূর

আঁকড়ে আছ মায়ায় পড়ে
এই ছায়া যামিনী,
অসুর সেও ধ্বংস নিশ্চিত
জেগে তবুও কামিনী।
আসবে ধেয়ে একদিন নিশ্চয়
নিষ্ঠুর মৃত্যু বাঘিনী,
মিছে তব এ সব তোমার
ধরীত্রি রাগরাগিণী।

জগৎ খেলাঘর অলীক ছায়া
রেখে যাবে তুমি,
পড়ে রবে স্মৃতির কায়া
তাকিয়ে রবে ভূমি।
জলরাশির কলধ্বনি বজ্রনিনাদে
প্রমত্ত জাগিয়ে প্রলয়,
সমুদ্র ভেদিয়া জাগে ছেদিয়া
আগ্নেয়গিরি ভষ্ম বলয়।

থেমে থেমে কেঁপে উঠে
ধরণী পর্বত চ’ড়া ,
জাগে তব ধ্বংসের অনুভ’তি
ভ’কম্পনে এই ধরা।
কিসে শংসয় কিসে এতো ভয়
ধরীত্রে এ আকুল,
স্থায়ী নিবাস সেতো পরপারে
ধরণীতে মিছে ব্যাকুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here