কলমযোদ্ধা আফরোজা ঝুমুর এর দেশ প্রেমের কবিতা “মার্চের ছেলেটি ”

682
কলমযোদ্ধা আফরোজা ঝুমুর এর দেশ প্রেমের কবিতা “মার্চের ছেলেটি ”

মার্চের ছেলেটি

              আফরোজা ঝুমুর

মধুমতি নদীর তীরে জন্ম হলো তোমার
মাতৃভুমি বাংলা তাই ধন্য হলো আমার।
তুমি যদি না থাকতে আর না দিতে সেই ভাষন
সোনার বাংলা হতোনাযে, ওরাই করতো শাসন।
ওগো পিতা -ওগো মুজিব ওহে আমাদের প্রান
মাতৃভুমি করেছ রক্ষা হারাওনি সম্মান ।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী তোমায় জানাই সালাম
ইতিহাসের পাতায় তুমি শেখ মুজিবুর রহমান
১৭ ই মার্চ জন্ম নিয়েছো গোপালগঞ্জের টুংগীপাড়ায়
নতুন দিনের প্রদীপ জ্বালিয়ে এসেছো এই ধরায় ।
এই মার্চেই স্বাধীনতাএসেছে -আমার সোনার বাংলায়
৭ই মার্চ, কাব্য শুনালে- অমর বক্তব্য দিলে জ্বালাময়।

পূণ্য করেছো-পূর্ণ ঢেলেছো সবুজ মাঠের বুকে,
শহীদের লাল স্বাধীন সূর্য টা তেমনি আজো ওঠে।
তোমার স্বপ্নে আজো ভোর হয়,পাখীদের কলতানে,
মধুমতির ঢেউ খুঁজে ফেরে, সেই ডানপিটে ছেলেটাকে ।
জন্মদিনে শুভেচ্ছা দেই -গড়ি স্মৃতির মিনার
ভালবাসার ফুলে ফুলে শিক্ত করি আবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here