ওপার বাংলার কবি বিশ্বজিৎ কর এর কবিতা “অবনীর কথা”

551
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিশ্বজিৎ-কর-Kobita-কবিতা-অবনীর কথা
কবি বিশ্বজিৎ কর

অবনীর কথা

বিশ্বজিৎ কর
অবনী এখন বাড়িতেই থাকে!
সাড়া দেয় না, অজানা আশংকায়….
কে এল! কে ডাকছে! কেন ডাকছে!

দিন-রাত ঠাহর হয়,
খড়ের চালের বুক চিরে আসা সূর্যের আলোয়!

গাভীর মতো চরা মেঘের ঘনঘটায়
আশংকার ছায়া পড়ে!
মানুষের ডাক অবনীর ভয় লাগে –
বিশ্বাস করুন, অবনী ঘরেই আছে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here