গোছা গোছা শব্দের ফুল
বিকাশ চন্দ
নীল আঁধার কালে শুয়ে আছে সার সার মানুষের অধিকার
পাশাপাশি উষ্ণতায় ছুঁয়ে ছিলো দেখে ছিলো ধ্রুবতারা
ভেতর শরীরে কলকল ধমনী ধারা—
ভালোবাসা পারিজাত ফুলে ছড়িয়ে রয়েছে রক্ত দাগ
ঘরে বাইরে ছড়ানো আলকাতরা ছোপ
মায়াময় দিনে রাতে ঘুরে বেড়ায় ঠিকানাহীন ছায়া শরীর।
ভাষা হারানো হা মুখ দেখে না করুণাময়ী
কখনো তো ছিলো প্রেমময় রক্তরাগে হৃদয়ের দাগ—
জড়ানো পাঁজরের বাঁয়ে ডাঁয়ে লুকিয়েছে কষ্টি পাথর
অক্ষত সময় যায়নি একদিনও উদাসী চরাচরে
ক্ষয়া শরীর কাল জানে আহত জীবনের নীরব অবক্ষয়
শিক্ষা নাও শরীর নাও, নাও পেলব যত দূর্লভ অনুভব।
যাত্রা পথ সিমানা হীন খেলে যায় জীবন চরিত
বর্তমান যা কিছু গ্লানি দিব্যি ফেলে যায় গোপন সঞ্চয়
জোৎস্নার মায়ায় কিংবা জলে ভেজা শরীরের মানবী ছায়া
নিঃসঙ্গ কান্না ভালো জানে নীরব পৃথিবীর মায়াবী সব
অনন্ত কাল ভেসে গেছে মজা শরীরের সোঁতা বনজ বাসমতী
বুক পতে রয়েছি আজও উদাসীন জীবনের গোছা গোছা শব্দের ফুল।
আপনার কবিতা র কাছে প্রণাম