“সময়ের টিক টক” কবিতাটি লিখেছেন ওপার বাংলার কবি বিশ্বজিৎ কর

558
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিশ্বজিৎ কর-Kobita-কবিতা-সময়ের টিক টক
কবি বিশ্বজিৎ কর

সময়ের টিক টক

বিশ্বজিৎ কর

সময় এখন কথা বলে রাতবিরেতে
জমা-খরচের ফরমূলা জানিয়ে দেয়,
জীবনখাতার প্রতি পাতায় হিসাব চলে!
সময় জানিয়ে দেয় সময় হয়েছে,
কবিতার কবর খুঁড়তে বলে –
জীবনখাতার প্রতি পাতায় হিসাব চলে!
সময়ের ক্যানভাসে মূহুর্তের ছবি ভাসে,
তুলির রঙে বাস্তবতার আর্তনাদ –
জীবনখাতার প্রতি পাতায় হিসাব চলে!
আমার জীবনখাতার মলাট চাই,
সময়ের মোড়কে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here