ভালের ভালো
মেহবুবা হক রুমা
সব মানুষ একদিন শুধু ছবি হয়ে যায়।
এজন্যই হয়তো খুব বেশি প্রিয় হয় ছবি,
চলমান ক্ষণ স্থির করে ভাবে রয়ে যাবো
আজীবন।
মানুষের খুব বেশি ভুলো মন
আমায় ভুলে গেলো কে কখন?
কতো অভিমান অভিযোগ কেন রাখোনি
মনে আমায় তুমি ভালোবেসে?
কেন ডাকোনি কাছে এসে হেসে হেসে।
কে কবে কারে রেখেছে মনে?
কে কবে ভালোবেসে করেছে যতন,
তোমার মনের মতন।
দেখলাম শুধু তুলনা তফাৎ হিসাব নিকাশ
আর দরকষাকষি।
কে কবে বেসেছে ভালো ভেবেছ কি বসি ?
কাজের প্রয়োজন যায় যদি ফুরিয়ে।
তোমার আশায় থাকবে কি কেউ দাঁড়িয়ে?
শুধু ভালো বাসি বাসি বলে কে বলো
বাজাবে বাঁশি।
নিরলস একমনে একটানে শান্তি দেবে
তোমার কানে?
যদি ভুলে ভালে জীবনে পেয়ে যাও এমন রতন।
বোকারা অবহেলে দেয় ফেলে।
তোমরা তারে করো আদর যতন।
যদি ভাল হয় ভালো,
জীবনে ভালোবাসা মেলে জ্বলে যায় আলো।
অসম্ভব এ ভবে কিছু নয়।
কতো কিছু আপনার মতো আপনা আপনি হয়।
যে নীরবে হয়ে থাকে চুপ।
সে দেখে নিতে পারে কঠিন জগতে সহজে
হাজার হাজার রূপ।
যদি ভালে লেখা থাকে ভালো।
একদিন অন্ধাকারে জ্বলে যাবে আলো।
এ শুধু কথার কথা আর আশা নয়।
সত্যি বলছি এরকম অনেক কিছুই হয়।
মেহবুবা হক রুমা
(কবি ও লেখক)