কবি হামিদা পারভিন শম্পা এর সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের লিখা কবিতা “তৃতীয় লিঙ্গ”

475
কবি হামিদা পারভিন শম্পা

“তৃতীয় লিঙ্গ”

হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~~

জন্ম তোমার নয়ত পাপ
এতো বিধির বিধান,
কোন কল্যাণে স্রষ্টা তোমায়
করেছে এজীবন প্রদান।

মঙ্গল কামনা করি বন্ধু
সর্বদা তোমাদের জন্য,
তুমিও হতে পারতে জানি
কারো কাছে অনন্য।

জীবিকার তাগিদে ঘুরছো
তোমরা দ্বারে দ্বারে,
কত কস্টে কাটাও জীবন
অনাহারে অর্ধাহারে।

তৃতীয় লিঙ্গের নামে পরিচিত
অবহেলা, অপমানে জর্জরিত,
সমাজ সংসার থেকে তোমরা
চিরকাল রয়েছো বঞ্চিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here