তারুণ্যের কবি -ফাহমিদা সুহা এর কবিতা “জ্যোৎস্না রং” ফাল্গুনের জন্ম তিথিতে সেরা মনোনীত কবিতাটি প্রকাশ পেলো ফাল্গুন দুহিতা রুমকি আনোয়ারের অনুমতিতে ।

736
তারুণ্যের কবি -ফাহমিদা সুহা

জ্যোৎস্না রং

         ফাহমিদা সুহা

গাঢ় সন্ধ্যা…
তুমি কি উপলব্ধি করছো?
স্নিগ্ধ বাতাস,
ভেসে আসা বকুলের সুবাস|
নয়ন আলোয় দেখছো? আকাশ ভরা অস্পষ্ট তাঁরা, কিছু পাখি ছুটেছে এলোপাথালি,
যেনো সবাই দিশেহারা!
আবার…
যখন গভীর তমিসায় ভরা অম্বরে,
রুপালি জ্যোৎস্নায় মায়াবি চাহনির ভাঁজ|
মনে হয় চিত্তকূলে যেনো পূর্ণিমাতিথি আজ!
রহস্যময় হাসির ঝলক দিয়ে স্বমত্ত নিয়েছে কেড়ে…এ মধুময় ক্ষণে গো তাই!
অভিলাষ ভারি মন ভরে জ্যোৎস্না রঙে তোমায় সাজাতে চাই!
আসবে আমার আয়োজনে?
ইটের তৈরি ছাদ নেই!
তাতে কি হয়েছে বলো?
টিনের তৈর ছাউনি তো আছে!
আসবে শুধু একবার বলো?
হাতে-হাত রেখে,
মইয়ের কাঁধে পা রেখে জ্যোৎস্না দেখবো মুগ্ধ চাহনিতে,
হারিয়ে যাব দুজনা আজ এ রাত্রিতে!
আসবে বলো?
শুধু একবার…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here